ঐতিহ্যগত
বিশ্বাসে Ghost বা ভূত বলতে
বোঝায় কোনো মানুষ কিংবা প্রাণীর আত্না যা বিভিন্ন আকার ধারণ করে যে কোনো জায়গায়
যেতে পারে। বিভিন্ন রকম যেমন অদৃশ্য, অন্যের বা নিজের আকার ধারণ করতে পারে।
ভূত বিশেষে এই
সম্পর্কীয় ধারণা পূর্বপুরুষ হতে চলে আসছে যা বংশানুক্রমে সংস্কৃতি’র একটি অংশ, ভূত
বা জ্বিন ঝারানো বহু প্রাচীন একটি ধর্মীয় আচার হিসেবে দেখা হয়।
ভূত সাধারণতঃ
অতিপ্রাকৃত একটি বিষয় যা অনেকের কাছে অবাস্তব, কাল্পনিক, আবার ধর্মীয় দিক থেকে
বলতে গেলে হিন্দু ধর্মে ভূত, ইসলামে দুষ্টু জ্বিন, খ্রিস্টীয় ধর্মে Ghost হিসেবে অধিক পরিচিত।
ভুতের সাথে
সম্পর্কিত বিষয়গুলো হলো- Supernatural(অতিপ্রাকৃত), Paranormal(অবাস্তব), demon/Deities(দৈত্য), Devil Worship(শয়তানের পূজা) প্রভৃতি।
No comments:
Post a Comment