• Jinn(জ্বিন)

    ঞ্জ্বিন হলো ইসলাম ধর্মের কিতাব কুরআন শরীফে বর্ণিত এক ধরণের অদৃশ্য জাতি যারা ধোয়াবিহীন আগুন থেকে জন্ম নিয়েছে। জ্বিনেরা ভালো কিংবা খারাপ দুটোই হতে পারে। তারা ইন্দ্রশক্তির প্রভাবে যে কোন ধরণের কাজ করতে পারে।

    পশিমা বিশ্বে এদের ডেমন বলা হয়। যদিও বা এরা অনেকটা ভালো রূপেও আসে। প্রাণী রূপ বিশেষ করে এরা সাপ কিংবা কালো কুকুর রূপ ধারণ করে চলতে পছন্দ করে। প্রাচ্য কিংবা পাশ্চাত্য বলে কথা নয়। এরা পৃথিবীর সব জায়গায় বিচরণ করতে পারে। এমনকি মনুষ্যজাতির সাথে তারা যোগাযোগও করতে পারে।
    (আর্টিকেলটি ক্রমশ আপডেট হবে)
  • You might also like

    1 comment:

Pages