• অভিশাপ(CURSE)


    অভিশাপ এক ধরণের প্রাচীন মতবাদ বা বিশ্বাস যা কারো ক্ষতিসাধন কিংবা ধ্বংস, অনিষ্ট বা মৃত্যু হিসেবে চাওয়া হয়।

    সমাজে কখনো এটি কুসংস্কার কিংবা কখনো শত্রুর দিকে মৌখিক ভৎর্সনা হিসেবে ছুঁড়ে মারা হয়।
    ...
    ইসলাম মতবাদে, আল্লাহ/সৃষ্টিকর্তার অভিশাপে বহু জাতি ধ্বংস হয়েছে বলে পবিত্র ধর্মগ্রন্থ কুরআনে উল্লেখ করা হয়েছে।

    রামায়নে রাম-সীতার অভিশাপ পড়েছিলো রাবণের উপর এমনটাই উল্লেখ আছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, পূর্ব ইউরোপ, মধ্য আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকান দেশগুলোতে এ অভিশাপ ধর্মীয়-সামাজিক দৃষ্টিভঙিতে সংযুক্ত হয়েছে।

    জাপান ও কিছু আফ্রিকান দেশগুলোতে "ভুডু" নামে এক ধরণের পুতুল অভিশাপ আছে যা দিয়ে নিমিষেই একটি অঞ্চল বিরান হয়ে যাওয়ার নমুনা আছে।
  • You might also like

    No comments:

    Post a Comment

Pages